পশ্চিম বর্ধমান জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জন পজিটিভ ॥; মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১৬৬৩
আসানসোল,বেঙ্গল মিরর,১০ ই আগস্ট,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলায় করোনা ঝড় অব্যাহত। জেলায় ফের একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় জেলায় ১০৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ১৬৬৩ জন। এদিকে জেলায় ৫৩ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০১ এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮৪৮। এদিকে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যাটা ১৪ – তে ঠেকেছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রনে আনতে সব রকম প্রয়াস জারী রয়েছে। জেলাতে সেফ হোম তৈরি করা হচ্ছে যাতে সেখানে হাসপাতালের বদলে ওই সেফ হোমে লক্ষণবিহীন আক্রান্তদের চিকিৎসা করা যায়।