বিজেপি এবং দিল্লির অঙ্গুলিহেলনে সাংবিধানিক পোস্টে বসে থাকা মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা বোঝাতে চাইছেন : জিতেন্দ্র তিওয়ারি
বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর গতকাল স্বাধীনতা দিবসে রাজভবনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি সম্পর্কে টুইট করে বলেন , মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি তাকে হতবাক করেছে। তিনি টুইট করে আরো লেখেন, কোন কোন অনুষ্ঠানে আমাদের উপস্থিতি একান্ত কাম্য যে অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধাজ্ঞাপনকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়। স্বাধীনতা সংগ্রামীরা তাদের সমস্ত কিছু দেশের স্বাধীনতা আনার জন্য ত্যাগ করেছিলেন । তাই এই অনুষ্ঠানের তাৎপর্য রয়েছে। এ বিষয়ে আরো মন্তব্য করার আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।”
আর রাজ্যপালের করা এই টুইটের প্রত্যুত্তর দিয়েছেন আসানসোলের মেয়র এবং পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
তিনি রাজ্যপালের উদ্দেশ্যে টুইট করে বলেছেন,
“সমস্ত কিছু অগ্রাধিকারের উপর নির্ভর করে।
মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, দিদি রেড রোডে ফ্ল্যাগ উত্তোলন করার পরে করোনা যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন সেই যোদ্ধাদের সম্মান জানান।
তিনি লেখেন ,এটি বিস্ময়কর যে বিজেপি এবং দিল্লির অঙ্গুলিহেলনে সাংবিধানিক পোস্টে বসে থাকা মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা বোঝাতে চাইছেন ।’