ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsWest Bengal

ট্রাকের নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু রূপনারায়ণপুরের এক চিকিৎসকের

File photo

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর:-

রূপনারায়ানপুর স্টেট ব্যাংকের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত হলো রূপনারায়ানপুর অঞ্চলের রূপনগরের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক প্রদ্যুৎ মজুমদারের(৪৯)।
মঙ্গলবার সকালে সাড়ে ন’টা নাগাদ ভিড়পূর্ণ এলাকা স্টেট ব্যাংকের সামনে মোটর সাইকেল যাওয়ার সময় রূপনারায়ানপুরের দিন থেকে আসা (WB37B8317) ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান প্রদ্যুৎ মজুমদার।
স্থানীয়দের বক্তব্য স্টেট ব্যাংকের সামনে প্রতিদিন লম্বা লাইনের জন্য মানুষের ভিড় হয়ে থাকে তার উপরে রাস্তার দুই পাশে মোটর সাইকেলের লাইন,রাস্তায় যাতায়াতের মানুষের এমনিতেই প্রচুর সমস্যা মধ্যে পড়তে হয়।আজ সকালে,রূপনারায়ানপুর দিক থেকে একটি ট্রাক চিত্তরঞ্জন দিকে যাওয়ার সময় মোটর সাইকেলে উপর থাকা প্রদ্যুৎ বাবু ৬ চাকার ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে জায়গা না থাকার কারনে ট্রাকের নিচে চাপা পড়েন।
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা সিং ও স্থানীয় কিছু যুবক,প্রদ্যুৎ মজুমদারকে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় মধ্যে তিনি মৃত্যু হয়।
এই ঘটনায় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ ট্রাক চালক সহ ট্রাক ও মোটর সাইকেলটি আটক করেন।
এই ঘটনায় রূপনারায়ানপুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *