ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsDURGAPURKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

পশ্চিম বর্ধমান জেলায় সাপ্তাহিক লকডাউন সফল করার লক্ষ্যে পুলিশ প্রশাসন সক্রিয়; রাস্তার প্রতি মোড়ে পুলিশ পোস্টিং

ফাঁকা রাস্তা (ছবি: সৌরদীপ্ত সেনগুপ্ত)

আসানসোল,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোল এবং অন্যান্য শহরে বৃহস্পতিবার সকাল থেকেই করোনার মহামারী প্রতিরোধের জন্যে লক ডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসন কে রাস্তায় নামতে দেখা গেলো। পরবর্তী লকডাউনটি ৩১ শে আগস্ট হবে। সেপ্টেম্বর মাসে, ৭, ১১ এবং ১২ তারিখে সাপ্তাহিক লকডাউন হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানা পুলিশকে সকাল থেকেই তাদের এলাকায় ব্যবস্থা নিতে দেখা গেছে। যে সমস্ত মানুষজন লকডাউন ভেঙে বিনা কারণে রাস্তায় বেরিয়ে ছিলেন তাদের ওপর পুলিশকে সক্রিয় হতে দেখা গেল। আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি নিয়ম ভঙ্গ করার জন্য সকাল থেকে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করে। লকডাউনের সময় পেট্রোল পাম্প প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য ব্যবহৃত যানবাহনের জন্য উন্মুক্ত রয়েছে। ওষুধের দোকানও খোলা রয়েছে। হাসপাতালে আসা রোগীদের কোনও বাধা নেই। ব্যাংক, সরকারী ও বেসরকারী অফিস বন্ধ রয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারী ও বেসরকারি পরিবহণের পাশাপাশি জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ আছে সরকারি নির্দেশ অনুযায়ী। বাজার থেকে পরিবহন পরিষেবা সমস্ত কিছুই বন্ধ।

ফাঁকা রাস্তা( photo : sourodipto sengupta)

Leave a Reply