ASANSOL

দূর্গাপুর স্থানীয় যুবক ও পোষ্যদের চাকরি দাবিতে ঔষুধ প্রস্তুতকারী কারখানার গেটে বিক্ষোভ

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৮ আগষ্টঃ পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের কোকওভেন থানা এলাকার রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারি ঔষুধ প্রস্তুতকারী কারখানার গেটের সামনে শুক্রবার বিক্ষোভ দেখানো হয়। মুলতঃ কারখানার মৃত কর্মীদের পোষ্যদের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ তুলে এদিন কারখানার গেট আটকে বিক্ষোভে দেখানো হয়। এদিনের বিক্ষোভে সামিল হন স্থানীয়রা বাসিন্দারা। যাদের মধ্যে ছিলেন কারখানায় কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের স্ত্রী ও ছেলেরা।
সুমিত্রা বাউরি ও শখি বাউরি এদিন অভিযোগ করে বলেন , কারখানায় কর্মরত অবস্থায় মারা গেছেন এমন কর্মীর সংখ্যা প্রায় ৮ জন। তার মধ্যে আমাদের স্বামীরাও আছেন। অথচ বছরের পর বছর পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের পোষ্যদের চাকরি দেওয়ার কোন ব্যবস্থাই করেনি।
অথচ আমরা খবর পেয়েছি, বর্তমানে কর্মরত আছেন এমন কিছু কর্মীর পোষ্যদের নিয়ম ভেঙে চাকরি দেওয়ার কথা চলছে। এছাড়াও বাইরে থেকে কর্মী নেওয়ার কথা চলছে। এইসব কিছু আমরা মেনে নেবো না। স্থানীয় বাসিন্দা ও মৃত কর্মীদের পোষ্যদের এদিনের আন্দোলনের জেরে কারখানার বাইরে আটকে পড়েন বি-শিফটের জন্য কারখানায় কাজ করতে আসা কর্মীরা। আন্দোলনকারীরা দাবি করেন , যতক্ষণ না কর্তৃপক্ষ তাদের সঙ্গে দাবি নিয়ে কথা না বলছেন ততক্ষন তারা গেটের সামনে বসে থাকবেন। ঢুকতে দেবেন না কর্মীদের কেউ।
পরে কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন শুক্রবার বিকেলের পরে তারা তাদের সঙ্গে কথা বলার জন্য আলোচনায় বসবেন। এরপরে গেটের সামনে থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *