ASANSOLRANIGANJ-JAMURIAराजनीति

চাপুই অঞ্চলে ১০০ জন বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, জামুরিয়া: জামুরিয়া ব্লক ১ রতিবাটি গ্রাম পঞ্চায়েতের চাপুই অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় জামুড়িয়ার দায়িত্বপ্রাপ্ত ও পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক , প্রাক্তন আসানসোল দক্ষিণ গ্রামের ব্লক সভাপতি বাবু রায়, সঞ্জীব মুখার্জি এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এই চাপুই অঞ্চলে এই সভায় ১০০ জন বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।অভিজিৎ ঘটকের হাত ধরে। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেন। এবং আমাদের একটি কর্মসূচি রয়েছে যুবশক্তি,এই যুবশক্তি তে যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা যুক্ত নয় তাদেরকে নিয়ে যুব শক্তিকে শক্ত করা হচ্ছে আমাদের কাজ ।এছাড়াও অন্যান্য যে দলগুলি রয়েছে সেই দলের কোন নেতা-নেত্রীকে দেখতে পাওয়া যায় না ,শুধু একটি মাত্র দল তৃণমূল কংগ্রেস যে দল সব সময় বিপদে আপদে মানুষের পাশে রয়েছে । যেহেতু করোনা মহামারী চলছে বলে আমরা এই ধরনের ছোট ছোট সভা করছি এবং আগামী দিনে এই ধরনের সভা করে হবে এবং অনেক সিপিএম ও বিজেপির ছেড়ে আসতে চাইছে আমাদের মা মাটি মানুষের সরকারের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে ।প্রাক্তন আসানসোল দক্ষিণ গ্রামের ব্লক সভাপতি বাবু রায় বলেন জামুরিয়া ব্লক ১ রতিবাটি পঞ্চায়েতের কিছু বুধ ভিত্তিক মানুষদের নিয়ে ছোট ছোট সভা করা হচ্ছে। কেননা করোনা মহামারী হওয়ার ফলে বড় ধরনের সভা না করে ছোট ছোট সভা করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা আমাদের মূল লক্ষ্য। 2021 এ পুনরায় মা মাটি মানুষের সরকার গড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *