ASANSOLBengali NewsDURGAPURPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

Asansol News : পূনর্বাসনের জন্য় ৩৪ হাজার বাড়ি তৈরি হবে, নির্মান কাজ দেখে গেলেন ডিএম

নির্মান কাজ দেখছেন ডিএম

বেঙ্গল মিরর, বাপ্পা ব্য়ানার্জি, জামুড়িয়া ঃ মঙ্গলবার ভার্চুয়াল প্রশাসন বৈঠক ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের ধ্বস কবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত পুনর্বাসনের কাজ শেষ করার জন্য। এই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন প্রায় ১৫ হাজার বাড়ি তৈরি। দ্রুত পূনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।এইদিকে মুখ্যমন্ত্রী বলেন তাই ৩৪ হাজার বাড়ি তৈরি করতে হবে,। জেলাশাসক বলেন ধাপে ধাপে বাড়ি তৈরীর কাজ চলছে। এবং জমি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি কে এই পুনর্বাসন বাড়ি তৈরীর কাজ দেখভাল করার নির্দেশ দেন। আজ জামুড়িয়ার বিজয় নগর এলাকায় পূনর্বাসনের বাড়ি তৈরীর কাজ এলাকার ভিডিও ইঞ্জিনিয়ার সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক দেখতে যান। তিনি বলেন খুব দ্রুত এই এলাকার পূনর্বাসনের বাড়ির কাজ শেষের দিকে লকডাউন এর ফলে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে তাও এই বিজয়নগরে বাড়ি তৈরি কাজ আমরা সেপ্টেম্বরের মধ্যে ধস কবলিত এলাকার বাসিন্দাদের হাতে বাড়ি তুলে দিতে পারব বলে মনে

পুনর্বাসন নিয়ে আরো তথ্য় জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Chapter_8_Rehabilitation_and_Resettlement_for_Mine_Fire_of_Report_No_12_of_2019_Assessment_of_Environmental_Impact_due_to_Mining_Activities_and_its_Mitigation_in_Coal_India_Limited_.pdf

http://addaonline.in/ecl-rehablitation/about-rahabilitation/

https://coal.nic.in/sites/upload_files/coal/files/coalupload/nchap9.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *