ASANSOLBengali NewsDURGAPURFEATUREDFoodGeneralKULTI-BARAKARLatestNewsRANIGANJ-JAMURIAWest Bengal

Asansol News: মধ্যাহ্নভোজনের পূর্বে প্রতিদিন জাতীয় সংগীত গাইবে লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, আসানসোল: আমেরিকারবাসী প্রবাসী ভারতীয়দের একান্ত ইচ্ছায়
সীতারামপুরের লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা মধ্যাহ্নভোজনের পূর্বে সমবেতভাবে জাতীয় সংগীত গাইল ৷ গত একমাস ধরে এই প্রাইমারী স্কুলে প্রতিদিন লছিপুর যৌনপল্লী এবং লাগোয়া অঞ্চলগুলির গরীব পড়ুয়াদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে Help For Sitarampur নামক গ্রুপ থেকে, যার অন্যতম পৃষ্ঠপোষক আমেরিকায় ভার্জিনিয়া প্রদেশের অন্তর্গত ফেয়ারফাক্স নামক শহরের বেশ কিছু প্রবাসী ভারতীয় ৷ তাদেরই অন্যতম সমীর নন্দী প্রস্তাব দিয়েছিলেন শুধু মধ্যাহ্নভোজন নয়, শিক্ষার চর্চাও লছিপুরের মত প্রান্তিক স্তরের বাচ্চাদের নিয়মিত প্রদান করা প্রয়োজন ৷ অন্যদিকে আর এক প্রবাসী বাঙালি ডিসেরগড়ের আদি বাসিন্দা পল উপাধ্যায় এর সাথে চেয়েছিলেন স্কুলে প্রার্থনাও যেন প্রতিদিন হয় ৷ সেই সূত্রেই আজ মধ্যাহ্নভোজের আগে ছাত্রছাত্রীদের কন্ঠে মুখরিত হয়ে উঠল জাতীয় সংগীত ৷

এই কমিউনিটি কিচেনের মূল উদ্যোক্তা রেল স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানালেন, করোনার আবহে পড়াশুনা শুরু না করা গেলেও আজ থেকে পড়ুয়ারা প্রতিদিন জাতীয় সংগীত গাইবে ৷ কলকাতা থেকে প্রখ্যাত সংগীতশিল্পী নীলিম গঙ্গোপাধ্যায় এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফোনে জানালেন, লছিপুরের মত প্রান্তিক অঞ্চলে ছাত্রছাত্রীদের ক্ষুধানিবৃত্তির সঙ্গে সার্বিক মানোন্নয়ণে এইসব প্রচেষ্টা ক্ষুদ্র হলেও নিঃসন্দেহে প্রশংসনীয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *