গ্রেপ্তার বিজেওয়াইএম রাজ্য সম্পাদক বাপ্পা
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241211-wa00436179337791398046526.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/09/20200911_221322.jpg)
বেঙ্গল মিরর,আসানসোল,(Bengal Mirror Exclusive)সৌরদীপ্ত সেনগুপ্ত : বিজেওয়াইএম( ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা) এর রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জীকে আসানসোল কর্পোরেশন সদর দফতরের ভাইরাল হওয়া ছবি কাণ্ডে আসানসোল দক্ষিণ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। লক্ষণীয় যে অতীতে, পৌর কর্পোরেশন সদর দফতরের বিভিন্ন ভাষায় বোর্ডের ছবি ভাইরাল হয়েছিল। এতে বাংলা অবহেলার অভিযোগ ছিল। যেখানে বাংলা বোর্ড কর্পোরেশন সদর দফতরে আগে থেকেই লাগানো ছিল।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
পুলিশ বলছে যে আসানসোল কর্পোরেশনের এফআইআর করার ওপর ভিত্তি করে তারা ব্যবস্থা নিয়েছে, অন্যদিকে বিজেপি মামলাটিকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হিসাবে বর্ণনা করছে।
भाजयुमो प्रदेश सचिव बाप्पा गिरफ्तार https://bengalmirrorthinkpositive.com/2020/09/भाजयुमो-प्रदेश-सचिव-बाप्/
আসানসোল পুরনিগমের ভুয়ো ছবি ভাইরাল। পুরোনিগম মামলা করার চিন্তাভাবনা করছে ।।