ASANSOLPoliticsRANIGANJ-JAMURIA

হরেরাম সিং, রূপেশ যাদব কে সংবর্ধনা

বেঙ্গল মিরর, বাপ্পা ব্য়ানর্জি, রানিগঞ্জে ঃ রাজ্যে ২০২১ এর বিধান সভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে দলের অভ্যন্তরে বিভিন্ন পদ ও নেতৃত্বের পরিবর্তন ঘটিয়েছে তৃণমূল ৷

photo bappa banerjee

এর ফলে পশ্চিম বর্ধমান জেলার ৫টি বিধান সভা কেন্দ্রের কোঅডিনেটরের দায়িত্ব পেয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা হরেরাম সিং ৷

অন্যদিকে তৃণমূলের জেলার যুব সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রূপেশ যাদব ৷

মঙ্গলবার রানিগঞ্জের নিমচা অঞ্চলের অদিবাসী কমিউনিটি হলে দলের দুই নেতাকে শ্রমিক সংগঠন কেকেএসসি নেতা অর্জুন সিংহ ও স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস শম্ভু যাদব নেতৃত্বের পক্ষ থেকে সংবর্ধনা জানানোর জন্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

যেখানে উপস্থিত হয়ে শ্রমিক নেতা হরেরাম সিং দলের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠিবাজি নিয়ে সরব হন ৷ তিনি বলেন কোঅডিনেটর হওয়ার পর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছেন, তারা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল ৷ কিন্তু দলের নীচু তলার কর্মী ও নেতৃবৃন্দ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ৷ আর এরই সুযোগ নিচ্ছে বিরোধী দলগুলি ৷

পাশাপাশি তিনি বলেন, ৫ বছর পর বিধান সভা নির্বাচনে দল জয়লাভ করলে ক্ষমতায় ফেরে ৷ কিন্তু নির্বাচনে জয়লাভ না করলে তখন নেতাদের কদর থাকেনা ৷ তাই আগে দলের জন্যে সবাইকে একত্রিত হতে হবে ৷

মতান্তর থাকতেই পারে কিন্তু মনান্তর যেন না হয় ৷ অন্যদিকে রূপেশ যাদব জানিয়েছেন, বিজেপি যুব সমাজকে বিভ্রান্ত করেছে ৷ দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই ৷ তাই বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *