আসানসোল পুরনিগমে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন কে শ্রদ্ধাঞ্জলী
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল,৫ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে শনিবার পুর ভবনে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। এদিন তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অন্যদের মধ্যে ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সুকোমল মন্ডল, বীরেন্দ্রেনাথ অধিকারী সহ অন্যান্যরা।
মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আজ যুব সমাজকে এই মহান ব্যক্তির আদর্শ মেনে চলা উচিত। যাতে তারা দেশের হয়ে কাজ করতে পারেন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সমাজে এই মহান ব্যক্তির অবদান অনস্বীকার্য।