১০ জন শিক্ষককে সম্মানিত করলেন আশা শর্মা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ৫ ই সেপ্টেম্বর শনিবার শিক্ষক দিবসে পশ্চিম বর্ধমানের আসানসোল কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শ্রীমতি আশা শর্মা ১০ জন শিক্ষককে সম্মানিত করলেন।
আকাশ ভগৎ, ধর্মেন্দ্র সিং, মহ: কামাল, তাপসী চ্যাটার্জী, কমল বার্নওয়াল, অমিত বার্নওয়াল, অরূপ বিশ্বকর্মা প্রমুখ শিক্ষক ছিলেন।
কাউন্সিলর আশা শর্মা বলেন সমাজ নির্মাণ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা অনস্বিকার্য। প্রোগ্রাম সমাজ নির্মাণকারী। সমাজে শিক্ষাগুরু কে ঈশ্বরের থেকেও উঁচু জায়গায় স্থান দেওয়া হয়েছে।