ASANSOLBengali NewsPANDESWAR-ANDAL

বিক্ষোভের মুখে ECL আধিকারিকরা

বেঙ্গল মিরর, কল্যাণ, পাণ্ডবেশ্বর:

বিক্ষোভের মুখে ECL আধিকারিকরা। কয়লা উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের।


পাণ্ডবেশ্বর এর অন্তর্গত খোট্টাডিহি খোলামুখ খনির কর্মরত শ্রমিকদের অভিযোগ বেশ কয়েকটি আধিকারিকের কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। কিন্তু তাদেরকে হসপিটালে স্থানান্তরিত না করে আধিকারিক হোস্টেল চত্বরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং বাকি আধিকারিকরা সেখান থেকে এসে কাজে যোগ দিচ্ছেন। ফলে একটা সংক্রমনের আশংকা রয়েছে। এদিকে এত বড় মহামারী সংক্রমণ সত্ত্বেও আধিকারিকরা কোন সানি ডাইজেশন মাক্স এবং প্রয়োজনীয় দ্রব্যাদি শ্রমিকদের প্রদান করছেন না। ecl আধিকারিকরা তাদের শুধু প্রোডাকশনের উপর নজর দিচ্ছেন শ্রমিকদের সুরক্ষার প্রতি তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এমতাবস্থায় বাধ্য হয়ে এই অবস্থান-বিক্ষোভ, শ্রমিক আন্দোলন। শ্রমিক নেতা রুপচাঁদ মন্ডল বলেন, ম্যানেজমেন্টে কাছে শ্রমিকদের জীবনের কোন মূল্য নেই, ম্যানেজমেন্ট এই রকম দ্বিধা চারিতা মনোভাব প্রয়োগ করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। আমার চাই ম্যানেজমেন্ট অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুক। খোট্টা ডিহী খোলামুখ খনির ম্যানেজার অনিল কুমার বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং শ্রমিকদের স্বার্থে যা কিছু করার আমরা নিশ্চয়ই করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *