অভিজিৎ ঘটক এবং গুরুদাস চ্যাটার্জী কামাল কে বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশন এর ৪৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্কিং প্রেসিডেন্ট ও প্রাথমিক স্কুলের শিক্ষক এমডি কামালের কিছুদিন আগেই হঠাৎই হার্টের সমস্যা দেখা দেয় এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়।
হার্টের অপারেশন সফল হবার পর তিনি এখন ডাক্তারের পরামর্শমতো আসানসোলের বাড়িতে বিশ্রামে রয়েছেন।
রবিবার বিকেলে এমডি কামালের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে যান আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক এবং আসানসোল নর্থ ব্লক ১ প্রেসিডেন্ট ও কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী।
এরই সঙ্গে
মেয়র পারিষদ অভিজিৎ ঘটক শিক্ষক দিবস উপলক্ষে মোহাম্মদ কামালকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন। শিক্ষক মুকেশ ঝা, মোহাম্মদ ইমরান, অজয় পান্ডেও একই সঙ্গে সম্মানিত হন। ওই সময় মনোজ রজক, বিমল জালান, রিঙ্কু সাও এবং তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে প্রধানত
উপস্থিত ছিলেন।