করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো মা ও ছেলের
কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল,: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো মা ও ছেলের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
আসানসোল উত্তর থানার কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা বছর ৮০ র মা, বছর ৫৫র ছেলে দূর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তারা মারা যান। দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে ঐ হাসপাতাল সূত্রে জানা গেছে। জেলা স্বাস্থ্য দপ্তরও এই খবর জানিয়েছে।
পরিবারের সদস্যরা অভিযোগ, তারা আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাদের সেই চিকিৎসা চলাকালীন অবহেলা করা হয়েছে। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক রেলের এক কর্মীর ভাই ও মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তারা সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সেখানকার চিকিৎসক প্রথমে তাদের করোনার পরীক্ষা না করার জন্য বলেছিলেন। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাদের শারীরিক অবস্থার কথা ভেবে রেফার করা হয় । দুজনকেই দূর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাদের দুজনেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। দুজনেই দুর্গাপুরের ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। আগে আসানসোলের ঐ হাসপাতাল তাদের লালারস পরীক্ষা করলে, এই ঘটনা ঘটতো না। পরিবারের সদস্যদের আরো অভিযোগ, আসানসোলের হাসপাতাল দুজনেরই চিকিৎসায় গাফিলতি হয়েছে। আমরা ঐ হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের দ্বারস্থ হবো।