পুকুরে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে যুবকের মৃত্যু
আসানসোলের ২ নং মহিশীলা কলোনির ঘটনা


বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ সেপ্টেম্বরঃ পুকুরে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ২ নং মহিশীলা কলোনি এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দাস (৩৮)।

এদিন দুপুর তিনটের পরে আসানসোল শহর সহ শিলাঞ্চল জুড়ে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে অনবরত পড়তে থাকে বাজ। টানা দু’ঘন্টারও বেশী সময় সেই ঝড়বৃষ্টি চলে। তারপর কিছুটা কমে।
জানা গেছে, সেই বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে পুকুরে মাছ ধরতে যায় ২ নং মহিশীলা কলোনির বাসিন্দা শুভেন্দু দাস নামে ঐ যুবক। সেই সময় আচমকাই সেই এলাকায় বাজ পড়ে। পরে দেখা যায়, ঐ যুবক পুকুরের পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে।
যুবকের বাড়ির লোকেরাও আসেন সেখানে। যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, বজ্রাঘাতেই ঐ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।