এথোড়া গ্রামের শ্মশানের গেটের উদ্বোধন করলেন বিধায়ক


বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি/মনোজ শর্মা, সালানপুর ঃ সালানপুর ব্লকের এথোড়া পঞ্চায়েতের অন্তর্গত এথোড়া গ্রামের শ্মশানের মুখ্যগেটের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আরমান, ভোলা সিং, প্রধান মীঠূ ভট্টাচার্য়া, উপ প্রধান অজয় ভট্টাচার্য়া প্রমুখ। এথোড়া গ্রাম পঞ্চায়েতের সি. এফ.সি.জি ও এন.আর.জি.এস ফান্ড থেকে প্রায় ১১লক্ষ টাকা ব্যয় করে মুখ্যগেট ও রাস্তাটির নির্মাণ করা হয়।
এই প্রসঙ্গে বারাবনির বিধায়ক বলেন এই গ্রামের মানুষের চাহিদা ছিলো শ্মশানের রাস্তা এবং শ্মশানের মুখ্য গেট তাই পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে প্রায় ১১লক্ষ টাকা ব্যয় করে রাস্তা ও গেটের নির্মাণ করা হলো।
