Bengali NewsNewsTOP STORIESWest Bengal

বিএসএফের হাতে এক বাংলাদেশি গরু পাচারকারী গ্রেপ্তার

মালদায় গঙ্গানদী সাঁতরে গরু পাচারের সময়,উদ্ধার দুটি গবাদি পশু

বেঙ্গল মিরর, কলকাতা, ৮ ই সেপ্টেম্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
মালদা সেক্টর হেডকোয়ার্টার ৭৮ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স ট্রুপস, বন্যার্ত নদীর মধ্য দিয়ে বাংলাদেশে পাচারের সময় ০২ টি গরু এবং একটি মোবাইল ফোন সহ ০১ জন বাংলাদেশি গ্রেপ্তার করেছে। এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তের সেনাবাহিনী তাদের নিজ দায়িত্বরত অঞ্চল থেকে ২৩ টি গরুকে চোরাচালানের হাত থেকে উদ্ধার করেছে। ভারতীয় বাজারে উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ১,৮২,২১৩/- টাকা।


ঘটনার সূত্রপাত ৭ ই সেপ্টেম্বর। সীমান্তরক্ষীরা গঙ্গা নদীর তীরে রাত ১ টা ২০ নাগাদ যখন নিমতিতা এলাকায় অবস্থান নেন, তখন গঙ্গা নদীর মাঝখানে নাইট ক্যামেরা ডিভাইসে গরু পাচারের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

ক্যামেরাম্যান অন্যান্য বাহিনীকে রেডিও সেটের মাধ্যমে জানায় যে মধ্য নদীতেই ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় তাদের স্পিড বোটে হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তড়িঘড়ি নৌকায় সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছে নির্ধারিত স্থানে পৌঁছে। ওই জায়গায় পৌঁছে তারা বন্যায় উপচে পড়া গঙ্গা নদীতে এক বাংলাদেশি চোরাচালানকারিকে সাঁতার কাটতে দেখে।ওই চোরাচালানকারি বিএসএফ এর কাছ থেকে পালানোর চেষ্টা করলেও সাহসী সৈন্যরা তাকে অনুসরণ করে এবং তাকে ২ টি গবাদি পশুর সাথে ধরে ফেলে।

এরপর ওই চোরাচালানকারী ও গবাদি পশুদের নদীর তীরে আনা হয়।
এরপর যখন গ্রেপ্তারকৃত চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম প্রকাশ করে- সেলিম রেজন, এস / ও- আবদুল রেজাণ, গ্রাম- ঘুঘডাঙ্গা, থানা শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ (বাংলাদেশ)।


জেরার মুখে ওই চোরাকারবারি আরও বলে যে, ০৪ ই সেপ্টেম্বর সে চাঁপাঘাটির বর্ডার আউট পোস্টের ৭৮ ব্যাটালিয়নের চর এলাকা থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করে এবং ভারতীয় চোরাচালানকারী সাগর শেখ, গ্রাম – হিজযাতলা, থানা- ধুলিয়ানের শামশেরগঞ্জের সাথে দেখা করে এবং তাঁর বাড়িতে তিন দিন থাকে।


জেরার মুখে বলে যে সে সোহিদুল ইসলাম, গ্রাম-রামনাথপুর, থানা-শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ (বাংলাদেশ) নামে একজন বাংলাদেশী পাচারকারীর পক্ষ হয়ে কাজ করে। একজোড়া গবাদি পশুর জন্য তার ৩০,০০০ / – টাকা পাওয়ার কথা ছিল।

বিএসএফ গরু পাচারকারীদের খপ্পর থেকে মোট ২৫ টি গরু উদ্ধার করার পাশাপাশি একটি বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে এবং ৫৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে

বস্তুত উল্লেখ্য, এই বছর ০৬/০৭ সেপ্টেম্বর মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে মালদা সেক্টরের অধীনে বিওপি সাবদলপুরের ২৪ ব্যাটালিয়নের বিএসএফ বাহিনী আন্তর্জাতিক সীমানার কাছে একটি বিশেষ অভিযান চালায়। রাত ২ টো বেজে ৫ মিনিটে সৈন্যরা দুটি পাচারকারীকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্লাস্টিকের ব্যাগ সহ সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে।

বিএসএফ বাহিনী চ্যালেঞ্জ জানালে দুর্বৃত্তরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। এলাকা তল্লাশির সময় সেনারা ঘটনাস্থল থেকে ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।


এরই পাশাপাশি, বিএসএফ বাহিনী চোরাচালানকারীদের পাচারের প্রচেষ্টা বানচাল করতে সফল হয় এবং ২৩ টি গবাদি পশু উদ্ধার করে এবং দক্ষিণবঙ্গ সীমান্তে নিজ নিজ দায়িত্ব এলাকা থেকে ২৯২ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পাচারকারীকে গবাদিপশু ও মোবাইল সমেত শামসেরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে, বিষয়টি গভীরভাবে তদন্ত করতে এবং চোরাচালানের পুরো নেটওয়ার্ক ধরার জন্য বিএসএফ দ্বারা একটি এফআইআরও দায়ের করা হয়েছে। এছাড়াও আটক করা ফেনসিডিল এবং গাঁজার ওপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ স্টেশন / শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

এই বছরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ বাহিনী বাংলাদেশে পাচার হবার সময় ৪১৫৪ টি গবাদি পশু ছাড়াও ১,৯১,৫১৮ বোতল ফেনসিডিল এবং ১৬০১.৮২ কেজি গাঁজা আটক করে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *