বিজেপি নর্থ মন্ডল ৩ সম্বর্ধনা দিল কৃষ্ণেন্দু কে
রাজ্য কমিটিতে স্থায়ী সদস্য হওয়ার জন্য


বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, :পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির তালিকায় স্থায়ী সদস্য হিসেবে সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নাম ঘোষণা হওয়ার পরই পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়।

আসানসোল নর্থ মন্ডল ৩ এর পক্ষ থেকে কোর্ট মোড়ের কাছে বিজেপি পার্টি অফিসে সম্বর্ধনা দেওয়া হয় তাকে। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি -র বর্ধমান জেলা সহ – সভাপতি উপাসনা উপাধ্যায়, জেলা সেক্রেটারি মদন চৌবে, আসানসোল নর্থ মন্ডলের ৩ এর সভাপতি সুদীপ গুহ রায় সহ মন্ডলের সমস্ত পদাধিকারী , কর্মী ও সমর্থকরা।
ওই সম্বর্ধনা সম্বর্ধিত হবার পর কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, ” দলের প্রতিটি কর্মী আমার শক্তি আর তাই সম্বর্ধিত হওয়ার পর ভালই লাগছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেনারেল সেক্রেটারি অরগানাইজেশন সুব্রত চ্যাটার্জী প্রমুখ ব্যক্তিত্ব আমার ওপর যে আস্থা রেখে আমাকে রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন তার মর্যাদা দেওয়াটাই আমার লক্ষ্য। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , জেনারেল সেক্রেটারি সুব্রত চ্যাটার্জী,সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সবাই যেভাবে আমাকে নির্দেশ দেবেন সেভাবেই আমি চলব।”
ওইদিন জেলার পক্ষ থেকে সেক্রেটারি কেশব পোদ্দার দলের সমর্থকদের নিয়ে কৃষেন্দু মুখার্জিকে সম্বর্ধনা দেন।
এদিকে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা থেকে রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন জেলার পুরনো নেতৃত্বদের মধ্যে থেকে পরিচিত মুখ নির্মল কর্মকার,
অলোক সিং, পবন সিং প্রমুখ। আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দুর্গাপুর – বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম রাজ্য কমিটিতে রয়েছে।