ASANSOL

এক নৌকায় পা দিয়ে চলুন,না হলে দল ছেড়ে চলে যান

জেলা ও ব্লক স্তরে নতুন কমিটির ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত সদস্য দের দেওয়া হলো সংবর্ধনা
Photo by ricky balmiki

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, কুলটি :-পশ্চিমবর্ধমান জেলা ও কুলটি ব্লক স্তরে নতুন ভাবে জেলা তৃণমূল কংগ্রেসের ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটির ঘোষণার হওয়ার পর কুলটি বিধানসভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্য্য ও জেলা স্তরে জেলার সহ সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত পাওয়া অভিজিৎ আচার্য্য ছাড়া কুলটি বিধানসভায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শুক্রবার বিকেলে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রাজ্য কমিটির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির তরফে তাদের ফুলের তোড়া ও কেক কেটে সংবর্ধনা দেওয়া হয়।


এর পাশাপাশি কুলটি বিধান সভায় তৃণমূল কংগ্রেসের সংগঠন কে আরো শক্তিশালী করতে সংগঠন নিয়ে আলোচনা সভা করা হয়।


এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে সদ্য দায়িত্ব প্রাপ্ত কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্য্য কড়া ভাষায় কর্মীদের জানান তৃণমূল কংগ্রেস করতে হলে আগে সংগঠন নিয়ে ভাবতে হবে,তৃণমূল কংগ্রেসের নাম করে টাকা কামিয়ে তলে তলে বিজেপি করা যাবে না, এক নৌকায় পা দিয়ে চলুন,না হলে দল ছেড়ে চলে যান,তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস করবেন বুক ফুলিয়ে করুন,অন্যায় করবেন না মানুষের ক্ষতি করবেন না যেকোনো সময়ে ফোন করবেন আমাকে আপনাদের পাশে সর্বদায় পাবেন, আমি কাউকে ভয় করি না কারন আমি চোর নয়।

সর্বদায় মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে যেতে হবে


তাছাড়া এই সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলার সহ সভাপতি অভিজিৎ আচার্য্য বলেন কুলটি অঞ্চলে আমার সবাই তৃণমূল কংগ্রেস করতাম কিন্তু একে অপরকে দোষারফ করে চলতাম,কারন একটাই ছিলো সংগঠন নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হতো না,কিন্তু আর তা হবে না এখন সবার আগে থাকবে দল তাই সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে হবে আমি নিশ্চিত কুলটি বিধান সভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে,তিনি আরো বলেন আমাদের সর্বদায় মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে যেতে হবে।


এই অনুষ্ঠান সম্পর্কে রাজ্য কমিটির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী জানান,দীর্ঘ সময়ের পর কুলটি অঞ্চলে ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমান বাবুকে তাছাড়া জেলা স্তরে সহ সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ বাবুকে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন প্রজন্মের যুব সমাজকে তাই ছোট্ট করে তাদের আজ ফুলের তোড়া দিয়ে কেক কেটে সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি কুলটিতে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করতে একটি আলোচনা সভা করা হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তবসুম আরা সহ আরো বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিগন।

Leave a Reply