বাপ্পার ৩ দিন পুলিশ হেফাজত


photo rahul tiwari
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশনের বোর্ড লাগানোকে কেন্দ্র করে আসানসোল আদালতে রাজ্যের বিজেপি যুব মোর্চার সেক্রেটারি বাাপ্পা চ্যাটার্জি কে গতকাল রাত্রে গ্রেপ্তারের পর শনিবার আসানসোলে আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ডে চায়। বাপ্পা চ্যাটার্জির আইনজীবী বলেন ৫ দিনের জায়গায় ৩ দিন পুলিশ হেফাজত দেওয়া হয়েছে ।

আগামী ১৫ তারিখ সিডি সময় তাদের আদালতে পেশ করা হবে। বাপ্পা চ্যাটার্জির হয়ে যে সমস্ত আইনজীবী আদালতে মামলা লড়েন তারা হলেন আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী, জয়ন্ত গোস্বামী, শুভাশিস বসু, ইন্দুভূষণ পান্ডে, পার্থ ঘোষ, প্রদীপ দাস।
এদিন ওই সময়ে কোর্ট চত্বরে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ ২ নম্বর মন্ডলের প্রেসিডেন্ট সুদীপ চৌধুরি এবং আসানসোল নর্থ ৩ নম্বর মন্ডলের প্রেসিডেন্ট সুদীপ গুহ রায়, মন্ডল অবজারভার তাপস দত্ত প্রমুখ নেতারা।