সরকারি এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ
আহত চালক সহ ২০ জন যাত্রী
বেঙ্গল মিরর,আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত :
সরকারি এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে আসানসোল জিটি রোডে গোধূলি সিনেমা মোড়ের কাছেই। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী দুই বাসের ড্রাইভার জখম হলেও সরকারি বাসের ড্রাইভারের আঘাত গুরুতর।
ঘটনাটি ঘটার পর ওই স্থানে এসে পৌঁছান জেলা সহ-সভাপতি এবং আসানসোল কর্পোরেশন লিগ্যাল এডভাইজার রবিউল ইসলাম। তিনি বলেন, চাকা ফেটে যাওয়ার কারণে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে কয়েকজনের গুরুতর আঘাত লাগলেও বাকি সবাই সুরক্ষিত আছেন।প্রাথমিক চিকিৎসার জন্য প্রত্যেকটি জেলায় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দুপুর প্রায় ১ টা ৪০ নাগাদ সরকারি বাসটি আসানসোল অভিমুখে আসার সময় হঠাৎই বাসের সামনের চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টো দিকের লেন দিয়ে কলকাতা অভিমুখে যাওয়া সরকারী বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। সেসময় বাসটিতে যাত্রী থাকা সত্ত্বেও ভাগ্যক্রমে কেউ গুরুতরভাবে জখম হন নি। যাদের আঘাত লেগেছে তাদের প্রত্যেককেই আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ক্রেন নিয়ে এসে বাস দুটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছে এছাড়া ট্রাফিক পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ করছেন।