১৭২ দিন পরে মুম্বাই ও চেন্নাইয়ের জন্য আবার বিমান উড়বে অণ্ডাল বিমানবন্দর থেকে
বেঙ্গল মিরর, .রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ সেপ্টেম্বরঃ সেই মার্চ মাস থেকে করোনার প্রকোপের সঙ্গে লক ডাউন চলছিলো। পরে শুরু হয় আন লক পর্ব। সেই কারনে উড়ান বন্ধ ছিল পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে। আজ সোমবার থেকে আবার বিমান উড়তে চলেছে। ঠিক ১৭২ দিন বা প্রায় ৬ মাস পরে দূর্গাপুর- মুম্বাই ও দূর্গাপুর-চেন্নাইের মধ্যে বিমান উড়বে বলে জানা গেছে।
অণ্ডাল বিমান বন্দর থেকে বেসরকারির সংস্থা স্পাইসজেটের বিমান চলবে।বিমান বন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা জানান, আপাততঃ সপ্তাহে তিনদিনের জন্য বিমান উড়বে। সোমবার , বুধবার ও শুক্রবার চলবে বিমান।
জানা গেছে, মুম্বাই থেকে দুপুরে ৩ টা ১৫ মিনিটে বিমান উড়বে। দূর্গাপুরে তা পৌঁছাবে বিকেল ৫ টা ৩০ মিনিটে। এরপর সন্ধ্যা ৬ টার সময় দূর্গাপুর থেকে সেই বিমান উড়বে মুম্বাইয়ের উদ্যেশ্যে। তা পৌঁছাবে রাত ৮ টা ১৫ মিনিটে ।
একইভাবে চেন্নাই থেকে বিমান দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বিকেল ৫ টা ১০ মিনিটে। দূর্গাপুরে তা পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ। ঐ একই বিমান দূর্গাপুর থেকে ছাড়বে রাত ৮ টার। চেন্নাই পৌঁছাবে ১০ টা ৩০ মিনিট নাগাদ।
জানা গেছে, বৃহস্পতিবার ও রবিবার পরীক্ষামূলকভাবে দুটি বিমান উড়ানো হয়েছিলো। সোমবার থেকে নিয়ম মেনে উড়তে চলেছে বিমান।
লক ডাউনের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ২৪ মার্চ থেকে অন্যসব বিমানবন্দরের সঙ্গে বিমান বন্ধ হয়ে যায় এই অণ্ডাল বিমানবন্দর থেকেও ।
জানা গেছে, একজন যাত্রী নিজের হ্যান্ড ব্যাগ ছাড়া সর্বোচ্চ ২০ কেজি ওজনের একটি মাত্র চেক-ইন লাগেজ নিয়ে বিমানে উঠতে পারবেন। বাকী লাগেজের জন্য বাড়তি মাশুল গুনতে হবে যাত্রীদেরকে। বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে নির্দিষ্ট করে দেওয়া স্বাস্থ্য বিধি মাথায় রেখেই উড়বে বিমান ।
তার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানা গেছে । এই দুই শহরের মধ্যে উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে, পরিস্থিতি বুঝে দিল্লি ও হায়দ্রাবাদের মধ্যে বিমান চালানো হতে পারে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।