বাসের সঙ্গে লরির ধাক্কা, গাড়ি থেকে উদ্ধার করা হয় লরির চালক ও খালাসী কে
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি :- বুধবার সকালে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার বেনালী মোড়ের কাছে দুই নম্বর জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসের পেছনে একটি 10 চাকার লরি ধাক্কা মারার ঘটনায় আহত হল 6 ব্যক্তি। বাসে থাকা 4 ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । সেখানেই লরিতে থাকা চালক ও খালাসী কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। বুধবার ভোর তিনটে নাগাদ ঘটে এই ঘটনাটি ।এ ঘটনায় দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে থাকে দুই নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। বেঙ্গল মিরর ঘটনাস্থলে গিয়ে জেনেছে, লোহাগড়ায় ওই 10 টাকা লরি একটি কোচ বাসের পেছনে ধাক্কা মারলে ঘটে বিপত্তি। লোহা বোঝাই ওই লরিটি বর্ধমান থেকে উত্তরপ্রদেশের অভিমুখে যাচ্ছিল সেখানেই ঐ কোচ বাসটি কলকাতা থেকে ভাগলপুর এর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ির খালাসির কথায় বাসটি যখন বেনালি মোড়ের কাছে দাঁড়ায় সে সময়ই পেছন থেকে 10 চাকার লরি তাকে ধাক্কা মারলে ঘটে এই ঘটনা।