জেলায় তিনটি ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু
আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার রানিগঞ্জে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ সেপ্টেম্বরঃ গত ২৪ ঘন্টার মধ্যে জেলায় তিনটি ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বাড়িতে উনুনে রান্না করার সময় আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। রানিগঞ্জ থানার রানিগঞ্জ বাজারের বাসিন্দা মৃত বৃদ্ধার নাম সোনমতি দেবী(৭০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বাড়িতে উনুনে রান্না করছিলেন সোনমতি দেবী। আচমকাই তার গায়ের কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ সোনমতি দেবীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়৷
রানিগঞ্জ গাড়ির ধাক্কায় মোটরবাইক চালকের মৃত্য
বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। সোমবার রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার রনাইয়ের কাছে। রানিগঞ্জের আহমেদনগরের বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম খাজা হাসান ইমাম (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোটরবাইক করে বাড়ি আসছিলো খাজা হাসান ইমাম। রনাইয়ের কাছে কোন গাড়ি তাকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্ডালে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্ডাল থানার দক্ষিণখন্ডের রুইদাস পাড়ায় । মৃত যুবকের নাম বিশ্বজিৎ রুইদাস (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির লোকেরা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ রুইদাসকে দেখতে পান৷ খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ যুবক মানসিক অবসাদে ভুগছিলো। যে কারণেই সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।