প্রয়াত কবি ও সাংবাদিক শান্তিময় বন্দোপাধ্যায়ের স্মরণ সভা
Asansol প্রেস ক্লাবের উদ্যোগে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ সেপ্টেম্বরঃ আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার বিকালে আসানসোলের বিএনআর ব্রিজ সংলগ্ন আসানসোল পুরনিগমের মিউনিসিপ্যাল মার্কেটে প্রেস ক্লাব ভবনে আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ কবি ও সাংবাদিক শান্তিময় বন্দোপাধ্যায়ের স্মরণ সভা হয়। সভায় উপস্থিত হয়ে কবি ও সাংবাদিকের ছবিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। এছাড়াও শ্রদ্ধা জানান কবি বিকাশ গায়েন, গুনেন দত্ত, ক্লাবের সম্পাদক রাজা বন্দোপাধ্যায়, ভারতী বন্দোপাধ্যায়, দেবব্রত ঘোষ, শিবানী মালখন্ডি দেবযানী সিনহা, শৈলেন সরকার, গৌর শর্মা সহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন শ্রাবণী বন্দোপাধ্যায়।
সভায় তাপস বন্দোপাধ্যায় সহ প্রত্যেকেই শান্তিময় বন্দোপাধ্যায়ের কবি ও সাংবাদিক হিসেবে তার কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে প্রবীণ এই কবি ও সাংবাদিক মারা যান।