ASANSOLPoliticsWest Bengal

ASANSOL রমরমিয়ে চলছে কয়লার অবৈধ কারবার

অভিয়োগ প্রাক্তন সাংসদ ডাঃ অনুপম হাজরার

অভিয়োগ প্রাক্তন সাংসদ ডাঃ অনুপম হাজরার

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে শহরে বিজেপির যুব মোর্চার একটি কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সহ সভাপতি, রাঢ়বঙ্গের অবজারভার তথা বোলপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাঃ অনুপম হাজরা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাঢ়বঙ্গের কো অবজারভার স্বরূপ ঘোষ, জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় এবং সাংসদ প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী। পরে উপস্থিত হন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, এছাড়া বিজেপি নেতা সন্তোষ সিং, সুধা দেবী প্রমুখ।

ডাঃ অনুপম হাজরা জানান কেন্দ্রীয় অনেক জনমূখী প্রকল্প রয়েছে যে গুলো পশ্চিম বাংলাতে তৃনমুল সরকার নিজের নামে পরিবর্তন করে দিচ্ছেন।


প্রশাসনিককর্তারা তৃণমূল কংগ্রেসের চাকরে পরিণত হয়ে গিয়েছেন। সরকারি নিয়মানুসারে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে জেলাশাসকের মাধ্যমে দেওয়া হয় । এদিকে তৃণমূল কংগ্রেসের সরকার সেই প্রকল্প জেলাশাসককে নির্দেশ দিয়েছেন যাতে সেগুলো বাস্তবায়িত না হয়। এক্ষেত্রে জেলাশাসক মূখ্যমন্ত্রীর আদেশ মানতে বাধ্য এবং ফলস্বরূপ ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যর বাসিন্দারা।


বেসরকারিকরনে লাভ হবে জনতার

উল্লেখযোগ্যভাবে তিনি বলেন বিভিন্ন সংস্থা বেসরকারিকরনের জবাবে তিনি জানান দেশের জনগণের একটা ধারণা সরকারি সংস্থায় কাজ না করলেও মাইনে পাবে। আর সেই ধারণাকে পাল্টাবার জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছেন বেসরকারিকরনের যার ফলে কাজের মানের উন্নতি হবে এবং প্রচুর বেকার যুবকদের চাকরি হবে। আগামী বিধানসভা এবং পৌরনিগমের নির্বাচনে বিজেপির যুব মোর্চা সবদিক দিয়ে প্রস্তুত রয়েছে। কয়লা অঞ্চল থেকে আসা পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের ভাঁড়ার ভরানোর রীতি ভাঙ্গার জন্য।” এখানে শাসক দলের মদতে রমরমিয়ে চলছে কয়লার অবৈধ কারবার


রাজ্য বিজেপি যুব মোর্চার সহ সভাপতি, ডাঃ অনুপম হাজরা বলেন, পূর্ব ঘোষিত তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ৬ ই অক্টোবরের পরিবর্তে ৮ ই অক্টোবর হবে এবং অনুষ্ঠানে বহু মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম অনুধাবন করে দেখলাম যুব জেলা সভাপতি অরিজিৎ রায়ের নেতৃত্বে আগামী ৮ তারিখের নবান্ন অভিযানে পশ্চিম বর্ধমান জেলা থেকে বেশ ভালো সংখ্যক কর্মী সমর্থকদের জমায়েত হবার প্রবণতা রয়েছে।


এদিকে প্রাক্তন যুব রাজ্য সম্পাদক, এবং বর্তমান সাংসদ প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী বলেন,” যখন শান্তিনিকেতনে তৃণমূল গেট ভাঙছে সে সময় এর বিরুদ্ধে অরিজিৎ কে আন্দোলন করতে দেখা গিয়েছে, যখন করোনার সময় বিদ্যুৎ বিল আকাশছোঁয়া সে সময় জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ আন্দোলন করে সরব হয়েছে ফলে আগামী ৮ তারিখ যে পশ্চিম বর্ধমান থেকে বহু যুব মোর্চার কর্মী নবান্ন অভিযানে যাবেন সেটি জলের মত স্পষ্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *