সঙ্গীতপ্রেমীদের জন্য দুঃখের খবর
বেঙ্গল মিরর ,কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত :করোনা পরিস্থিতিতে দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য আবার দুঃখের খবর। স্তব্ধ হয়ে গেলো বাহান্ন দিনের যুদ্ধ। প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম। চারটি ভাষায় ৪০০০০ এরও অধিক গান তিনি তার জীবন কালে গেয়েছেন । শুক্রবার দুপুর একটা নাগাদ চেন্নাইয়ের এক হাসপাতালে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর।
করোনা আক্রান্ত হয়ে গত ৫ অগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। এক মাস পর ৮ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি। পরের দিকে তাঁকে ভেন্টিলেটরের পাশাপাশি ‘একমো সাপোর্ট’ (কৃত্রিম উপায়ে বাড়তি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা) দেওয়ারও ব্যবস্থা করা হয়। ওই সময় মনে করা তাঁর অবস্থার উন্নতি ঘটছে। কিন্তু বুধবার এস পি-র অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়ে। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করার পর মৃত্যুর কাছে হার মানেন তিনি।