সাইকেলে কলকাতা থেকে আসানসোল যাত্রা
সাগ্নিক ঘোষ দস্তিদারকে সম্বর্ধনা দিল রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাব
বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত :
আবার চোখে পড়ল কলকাতা নিবাসী আসানসোলের এক কিশোরের অদম্য আত্মবিশ্বাস ও মানবিক চিন্তাধারা।
বিশ্বভ্রমণ দিবস( World Tourism Day) উপলক্ষে গত রবিবার কলকাতার বাসিন্দা বছর আঠেরোর সাগ্নিক ঘোষ দস্তিদার কলকাতার গড়িয়া থেকে আসানসোল পর্যন্ত তার বাইসাইকেল রওনা দেয়।
সাগ্নিক আসানসোলের আপকার গার্ডেন অঞ্চলের রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাবের কনিষ্ঠতম সদস্য।
গত ২৭ শে সেপ্টেম্বর সে সাইকেলে করে কলকাতার গড়িয়া থেকে আসানসোল প্রায় দুশো ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র ১০ ঘন্টায়।
এই প্রশংসনীয় পদক্ষেপের কারণে রুপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাব বুধবার বিকেলে তাদের কনিষ্ঠতম সদস্য সাগ্নিক কে সম্বর্ধনা দেয়।
কোন দৃষ্টিভঙ্গি থেকে কলকাতা থেকে আসানসোল সাইকেলে যাত্রা সে ব্যাপারে কিশোর সাগ্নিক বলে, “
সাইকেলে চেপে আসানসোলে যাত্রার কারণ সেখানেই থাকেন ওর ঠাকুমা এবং দিদিমা। তাদের সাথে দীর্ঘদিন দেখা হয়নি। ফলে ‘ চোখের দেখা ‘ দিয়ে তাদের আনন্দিত করা তার মূল উদ্দেশ্য ছিল।” এরই সঙ্গে সে বলে, “বিশ্ব ভ্রমণ দিবসে” সমগ্র পৃথিবীকে জানানো যে দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে-মধ্যে বেড়িয়েপড়াটা ভীষণ জরুরী। আর এখন এই বিশ্ব মহামারীর সময়ে যখন মানুষ প্রয়োজন না হলে বাড়ীর বাইরে যেতে ভীত এবং সন্ত্রস্ত তখন সাগ্নিক নিজে একজন ছাত্র হওয়ায় সে তাঁর একঘেয়েমি জীবন কাটাতে অন্য কোন যানবাহন ব্যবহার না করে তার প্রবল আত্মবিশ্বাসকে পাথেও করে এবং তাঁর একান্ত ভ্রমণ সঙ্গী বাই সাইকেলটি নিয়ে সে আসানসোলের উদ্দেশ্যে বেড়িয়ে পরে।
বৃহস্পতিবার পয়লা অক্টোবর সকালের দিকে সাগ্নিক আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
( “বেঙ্গল মিরর” এই যুবকের আত্মবিশ্বাস এবং মানবিক চিন্তাধারাকে সাধুবাদ জানায়। সাগ্নিক ঘোষ দস্তিদারের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।)