রক্তদান শিবিরের আয়োজনে লায়ন্স ক্লাব অফ আসানসোল উদয়ন ও ইসমাইল গ্রেটার সমাজসাথী
বেঙ্গল মিরর, আসানসোল, ৪ অক্টোবরঃআসানসোলের এসবি গরাই রোডের ইসমাইল মোড় দূর্গামন্দিরে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ আসানসোল উদয়ন ইসমাইল গ্রেটার সমাজসাথীর সাহায্যে এদিন এই রক্তদান শিবির করেছে। লায়ন অম্বিকা মুখোপাধ্যায় এই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন। লায়ন ডাঃ পিকে নন্দী, স্নেহেশ মজুমদার, সংঘমিত্রা মজুমদার, অশোক রায়, মঞ্জু রায়, সমীর রায়, শ্যামল মুখোপাধ্যায় সহ অন্যান্য লায়ন সদস্য ও সমাজসাথীর সম্পাদক পুলক চক্রবর্তী উপস্থিত ছিলেন। এদিনের শিবির থেকে মোট ২১ ইউনিট রক্ত সংগ্রহ হয়।