NH-2 হইতে বক্তারনগর গ্রাম পর্যন্ত হবে রাস্তা
বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানীগঞ্জঃ আজ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে ১২০০০ কিমি রাস্তার পুননির্মাণ ও রক্ষনাবেক্ষনের জন্য গৃহীত প্রকল্প পথশ্রী অভিযান এর পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ হইতে আসানসোল (দক্ষিণ) বিধানসভার রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তারনগর মোড় (NH-2) হইতে বক্তারনগর গ্রাম পর্যন্ত ২৫ লক্ষ ৪৮ হাজার টাকার ব্যয়ে রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস বন্দ্যোপাধ্যায় ।
উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যা মিঠু খাঁ, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, APO রানীগঞ্জ ব্লক প্রসেনজিৎ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা প্রসাদ, সমাজসেবী নির্মল পাল, অশোক বাউরী, কৈলাশ খাঁ, পঞ্চায়েত সদস্যা কবিতা পাল, সদস্য রবিন নন্দী, অসীম বাউরী প্রমুখ।