বারাবনিতে তৃণমূল কংগ্রেসের মহামিছিল
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি ও মনোজ শর্মা, বারাবনি : উত্তরপ্রদেশের হাথরাসে দলিত যুবতির ধর্ষন কান্ড ও কৃষি আইনের বিরুদ্ধে বারাবনিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এদিন বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অসিত সিংহের নেতৃত্বে বারবনির খাসকুটি থেকে দোমহানি হাটতলা পর্যন্ত মিছিল করে হাটতলা মোড়ে জনসমাবেশ করা হয়। এই মিছিলে বারাবনির কয়েক হাজার মানুষের সমাগম হয়, মহিলা থেকে শুরু করে বৃদ্ধ মানুষরা পাঁয়ে পাঁ মিলিয়ে চলে।
এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন কেন্দ্র সরকার গরীব মানুষের শোষণ করতে এসেছে, দিনের পর দিন ভারতের নাগরিক দের উপর অত্যাচার করে এসেছে
জোর জবস্তি কৃষক বিল পাশ করিয়ে কৃষকদের শোষণ করার চেষ্টা করছে এই কৃষক বিলের বিরুদ্ধে এবং যেভাবে উপিতে দলিত যুবতির ধর্ষনকারীদের সহযোগিতা করে পুলিশের দ্বারা রাতের অন্ধকারে মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হলো তারই প্রতিবাদে আমাদের এই মহা মিছিল।
তাছাড়া তিনি আরো বলেন দিন কয়েক আগে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বারাবনিতে মিছিল করে গেলেন,এই এত বড় মহামারীতে সাংসদ বাবুর দেখা পাওয়া গেলো না ওনার লজ্জা নেই বলে মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছেন, তিনি ভুলে গেছেন এইটা বারাবনি আর বারাবনির বাঘ হচ্ছে বিধান উপাধ্যায় যিনি এই মহামারীতে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে রয়েছেন এমনকি নিজে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন।বারাবনির মানুষ সব জানে সাংসদ বাবুকে সঠিক সময়ে জবাব দেবে বারাবনির মানুষ।
তাছাড়া এই মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাহুল রঘু চৌবে,বারাবনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মুখার্জী,বারাবনি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি,সহ সভাপতি সুকুমার সাধু,
তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা যাদুনাথ রায়,জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ, পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বজিৎ সিংহ,বারাবনি গ্রাম পঞ্চায়েত প্রধান নরেশ বাউরি,বারাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র পাশওয়ান, দোমহানি গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা সিং,বারাবনি পঞ্চায়েত সমিতি সদস্য সিন্টু ভূঁইয়া সহ ব্লকের প্রতিটি নেতৃবৃন্দ ও কর্মীবৃদ্ধ