Andal এয়ারপোর্টের জমিদাতাদের “ভূমির বদলে ভূমীদান” প্রকল্পে জমি পাওয়ার উচ্ছ্বাস জমিদাতাদের মধ্যে
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নির্মাণের জন্য জমি দেওয়ার জন্য ১৫২৬ জনকে “ভূমির জন্য ভুমিদান” প্রকল্পের আওতায় জমির পাট্টা দেওয়া হয় । এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক ড: অভিজিৎ ও মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন যে, জেলা প্রশাসনের আদেশে রাজ্য সরকার দ্বারা “ভূমির পরিবর্তে ভূমিদান” প্রকল্পের আওতায় দুর্গাপুর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নির্মাণের জন্য তাদের কৃষিজমি দেওয়া ১৫২৬ জন ব্যক্তিকে জমির পাট্টা দেওয়া হয়েছে ।
এটি লক্ষণীয় যে বাম শাসনকালে বিমানবন্দরের জন্য শত শত স্থানীয় কৃষকের কাছ থেকে কৃষিজমি ক্রয় করা হয়েছিল। ২০১৫ সালে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে প্রথম বিমানটি যাত্রা শুরু করে। তিনি বলেন যে বিএপিএল, ডাব্লুবিডিআইসিএল এবং পূর্ব বর্ধমানের সক্রিয় ভূমিকায় ১৫২৬ জমি দাতাদের জমির পাট্টা দেওয়া সম্ভব হয়েছে। একই সঙ্গে, অবশিষ্ট লোকদেরও শিগগিরই ক্ষতিপূরণের রাশি দেওয়া হবে। এই উপলক্ষে দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী হলে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ ডি সি পি ( ইস্ট) অভিষেক গুপ্ত, এসিপি স্বপন দত্ত, বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অফিসার রাজা দাশগুপ্ত, অনুপ সাহা, ভূমি বিভাগের আধিকারিক সমরজিৎ চক্রবর্তী, অন্ডালের বিডিও উপস্থিত ছিলেন।