ASANSOL-BURNPURBusinessDURGAPURLatestNews

SAIL কর্মীদের বোনাস নিয়ে কাটলো না জটিলতা

SAIL लाभ में तो वेतन समझौता क्यों नहीं

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ অক্টোবরঃ বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি এবারের দূর্গাপুজোয় সেলের কারখানার কর্মী দের ২০ হাজার টাকা বোনাস দিতে হবে। কিন্তু সেল কতৃপক্ষ বর্তমান পরিস্থিতির কথা বলে, ২০১৯ সালের ১৫,৫০০ টাকা বোনাস দেবে বলে জানায়। মঙ্গলবার এই নিয়ে দু’পক্ষের মধ্যে একটা বৈঠকও হয়। কিন্তু, শ্রমিক সংগঠন সেলের প্রস্তাবে রাজি না হওয়ায়, সেই বৈঠক ভেস্তে যায়। শ্রমিক সংগঠনের তরফে বলা হয়েছে, তারা সেলের প্রস্তাব মানবে না৷ তারা যে দাবি করেছে তা সেলকে মানতে হবে। দীর্ঘ ৫ ঘন্টা ধরে এদিনের বৈঠকে বোনাস নিয়ে আলোচনা হলেও সমাধান সূত্র বেরোয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *