COVID 19DURGAPUR

দুর্গাপুরের দুই সরকারি আধিকারিক করোনা আক্রান্ত

asansol news
covid 19 logo

বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
দুর্গাপুরের দুই সরকারি আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন । দুর্গাপুরের এসডিএম অনির্বাণ কোলে করোনার আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা স্থিতিশীল। এর আগে দুর্গাপুরের এসডিএম অফিসের আধিকারিক করোনা আক্রান্ত ছিলেন। তবে এসিডিএম সোয়াব রিপোর্টটি তখন নেগেটিভ ছিল। তবে গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি ছিল। আবার পরীক্ষাও করান তিনি। যার পরে তার রিপোর্ট পজিটিভ এলো। একই সঙ্গে দুর্গাপুর কর্পোরেশন (ডিএমসির) সচিবকেও করোনা পজিটিভ পাওয়া গেছে।

বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *