Bengali NewsPoliticsRANIGANJ-JAMURIA

দলের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়

আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী সম্মেলনের আয়োজন

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, দীপ ব্যানার্জী: আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের এক বুথ কর্মী সম্মেলনের আয়োজন রাণীগঞ্জ বল্লভপুর সরস্বতী ফুটবল ময়দানে মঙ্গলবার বিকেলে করল তৃণমূল। মূলত নির্বাচনকে পাখির চোখ করে এই দিনের এই সভায় বিজেপিকে নিশানায় রেখে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল। আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত এই এলাকাতে এদিন 3 তৃণমূল শীর্ষ নেতাকে একযোগে লক্ষ্য করা যায় মঞ্চে আর প্রায় প্রত্যেকেরই বয়ানে একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে উঠে এলো এদিনের এই সভাস্থল থেকে সকল বক্তাদের ই দাবি দলের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় দলের যাতে ক্ষতি না হয় সেসব বিষয় কে নজর রাখা ও সকলকে একই সাথে মানুষের সহায়তায় এগিয়ে যাওয়া এলাকার উন্নয়নের কাজে সামিল হওয়ার বার্তা দিলেন প্রত্যেকেই। দলীয় কোন্দল ভুলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেন।

বিজেপি ক্ষমতায় এলে বাঁচার অধিকার কেড়ে নেবে

পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেয়র ও বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এদিন বলেন বিজেপি কারা করে সবাই জানেন,কিছু মাফিয়া কেও কলকাতায় যোগ দিচ্ছেন,কেও আবার দিল্লী তে। তাই বিজেপি কি দল সবাই জেনে গেছে।এবং তিনি আরো হুঁশিয়ারি সুরে জানান বিজেপি ক্ষমতায় এলে বাঁচার অধিকার কেড়ে নেবে সাধারণ মানুষের, তিনি আবেগের সুরেই জানান এলাকার বিধায়ক পঞ্চায়েত প্রধান ও তার কোন অসুবিধা হবে না কারণ তারা ইতিমধ্যেই একটা ভালো অবস্থায় পৌঁছে গেছেন, কিন্তু এলাকার গরিব অসহায় মানুষদের অসুবিধের আর শেষ থাকবেনা যদি বিজেপি ক্ষমতায় আসে এই হুঁশিয়ারি দিলেন জিতেন্দ্র তিওয়ারি। আমরা আসানসোল দক্ষিণ তো জিতবই এবং পশ্চিম বর্ধমানের সব কটিই আসনে বেশি ভোটে দিয়ে আমদের কে উপহার দিবেন এলকার মানুষ জন।এদিনের এই সভায় বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় আসানসোলের দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা নেতৃত্ব ভি.শিব দাসন দাসু, হোরেরাম শিং,যুব সভাপতি রূপেশ যাদব সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *