LatestNationalNewsWest Bengal

Indian Rail উৎসবের মরসুমে বিভিন্ন রুটে ১৯৬ টি ট্রেনের তালিকা প্রকাশ

By Sourodipto sengupta

বেঙ্গল মিরর, কলকাতা: উৎসবের মরসুমে বিভিন্ন রুটে ট্রেনের চাহিদা এবং দাবি রয়েছে। ভারতীয় রেল ১৯৬ টি ট্রেনের একটি তালিকা প্রকাশ করেছে, যা কোটি কোটি দেশবাসীর জন্য সুসংবাদ। বাংলা থেকে পূর্বাঞ্চল, রকসৌল – জম্মু তাওয়াই, পাটনা পর্যন্ত ট্রেনগুলিও শুরু করা হচ্ছে, পাশাপাশি কলকাতা থেকে দক্ষিণ ভারতেও ট্রেন চলবে।

শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি, হাওড়া – জম্মু তাওয়াই, হাওড়া – রাজেন্দ্র নগর, শিয়ালদহ – জয়নগর, হাওড়া – রাকসৌল, কলকাতা – গোরক্ষপুর, হাওড়া – কাঠগোদাম ইত্যাদি ট্রেন চলাচল শুরু হচ্ছে।

List of the trains

Leave a Reply