বোর্ড সদস্যরা বরোর দায়িত্ব পেলেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের সদস্যদের বোরোর দায়িত্ব অর্পণ করা হয়েছে। সমস্ত সদস্য বরো অফিসগুলিতে বসবেন, যাতে জনসাধারণ আরো ভালো পরিষেবা পান । বোর্ডের চেয়ারপারসন জিতেন্দ্র তিওয়ারিও বরোর দায়িত্ব পরিচালনার পাশাপাশি প্রত্যেককে বরো অফিসে বসার জন্য আলাদা সময় নির্ধারণ করেছেন।
নীচে তালিকাটি দেখুন, কে কোন বরোর দায়িত্ব পেয়েছেন:
অভিজিৎ ঘটক বরো ১
পূর্নাশশী রায় বরো ২ এবং ৪
অমরনাথ চ্যাটার্জী বরো ৩
শ্যাম সোরেন বরো ৫
অঞ্জনা শর্মা বরো ৬
অশোক রুদ্র বরো ৭
মীর হাসিম বরণ ৮
দিব্যেন্দু ভগৎ বরো ৯ এবং ১০
আগামী কাল শুক্রবার দুপুর তিনটের সময় একটি বৈঠক
করোনা আবহে এই শারদ উৎসবে কি কি পদক্ষেপ নিতে হবে, তারজন্য আগামী কাল শুক্রবার দুপুর তিনটের সময় একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে পুর ইঞ্জিনীয়ার সহ সব দপ্তরের আধিকারিকরা থাকবেন। তিনি আরো বলেন, পুরনিগমের ১০ টি বোরো আছে। বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারের অধীনে বোরো কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে। বোরো চেয়ারম্যানদের হিসাবে এতদিন যারা ছিলেন, তাদেরকে এখন করতে হবে, তা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জিতেন্দ্র তেওয়ারির দাবি, গত ৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগম এলাকায় যা উন্নয়ন করা হয়েছে, তাতে যখনই ভোট না কেন তৃনমুল কংগ্রেস ক্ষমতায় আসবে।