অশোক রুদ্র কে সংবর্ধনা দিলেন শিক্ষকরা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : অশোক রুদ্র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য নির্বাচিত হবার পর বার্ণপুর অঞ্চলে এবং শিক্ষক সমাজে আনন্দের পরিবেশ বিরাজ করছে । গত ৩ দিন ধরে তাকে ধারাবাহিকভাবে সম্মানিত করার প্রক্রিয়া জারি রয়েছে।




রবিবার তাকে বারাবানি শাখা আসানসোল শাখা ২ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির দুর্গাপুর মহকুমার পক্ষে ডঃ কালিমুল হকের নেতৃত্বে বার্নপুরের পার্টি অফিসে উত্তরীয়, মেমেন্টো এবং ফুল উপহার দিয়ে সম্মানিত করা হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রধানত উপস্থিত ছিলেন- জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়, জয়দেব বিশ্বাস, মহেশ বিন্দ, গান্ধী প্রসাদ নোনিয়া, পথিক বান্ধু, জিতেন্দ্র পান্ডে, সুকুমার রুই দাস, স্বাগতম মুখার্জি, পার্থ পাল, মোহাম্মদ ইমরান প্রমুখ।