বারাবনিতে তৃণমূলের শাড়ী বিতরন
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :



বারাবনি ব্লকের দোমহানি বাজার টিএমসি কার্যালয় হয়ে গেল শাড়ী বিতরন প্রায় 100 মহিলার হাতে শাড়ি বিতরণ করা হলো উপস্থিত ছিলেন টিএমসি নেতা সন্তোষ সিং গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত মাঝি ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ।

অন্যদিকে বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধমনী গ্রামে বারাবনি ব্লক তৃণমূলের পক্ষ থেকে 150 জন গরীব মহিলার হাতে শাড়ী বিতরন করা হলো উপস্থিত ছিলেন পার্থসারথি মুখার্জী বারাবনি ব্লক যুব প্রেসিডেন্ট এছাড়া উপস্থিত ছিলেন দমহানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌতম মন্ডল সন্তোষ সিং ধমনী গ্রাম পঞ্চায়েতের গোলাম মুর্তজা এছাড়াও স্থানীয় কার্যকর তারা