ASANSOLASANSOL-BURNPURBengali NewsKULTI-BARAKARLatestPANDESWAR-ANDAL

পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : অবশেষে প্রতীক্ষার অবসান।
করোনা পরিস্থিতির মধ্যেই দুর্গাপুজোর মহা ষষ্ঠীর দিন বৃহস্পতিবার উদ্বোধন হলো পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের।
আসানসোলের রবীন্দ্রভবন চত্বরে প্রেসক্লাবের দ্বারোদ্ঘাটন করেন আসানসোল কর্পোরেশন এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলাশাসক (DM) পূর্ণেন্দু কুমার মাজি, প্রমুখ।

পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের উদ্বোধন

আসানসোলে এবং পশ্চিম বর্ধমান জেলায় প্রেসক্লাবের প্রয়োজন ছিল দীর্ঘদিন থেকেই।
দুর্গাপুরের সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন পশ্চিম বর্ধমান জেলায় একটি স্থায়ী প্রেসক্লাব উদ্বোধন করার। পয়লা বৈশাখে ওই প্রেসক্লাবের উদ্বোধন করার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান করে উদ্বোধন করা যায়নি।
আজ স্থায়ীভাবে প্রেসক্লাবের উদ্বোধন হলো।
ওইস্থানে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলে বিভিন্ন সংবাদমাধ্যমের বিভিন্ন কর্মীরা, আসানসোল কর্পোরেশন এর সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সুকুমার মন্ডল, ও এস বীরেন্দ্রনাথ অধিকারী , সিনিয়ার সাংবাদিক দেবব্রত ঘোষ, কর্পোরেশনের লিগাল অ্যাডভাইজার রবিউল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *