ASANSOL

Asansol Club Election : সোমনাথ তার প্যানেল ঘোষণা করলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : (Asansol Club Election) সোমনাথ বিশওয়াল ৫ ডিসেম্বর আসানসোল ক্লাবের আসন্ন নির্বাচনের জন্য তার প্যানেল ঘোষণা করেছেন। এই প্যানেলে সোমনাথ বিশওয়াল সভাপতি, শোভন নারায়ণ বসু সম্পাদক, গুরুচরণ সিংহ ভারার সহসভাপতি, মুরারি লাল আগরওয়াল কোষাধ্যক্ষ প্রার্থী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন গোপাল আগরওয়াল, তারণজিৎ সিং ওয়াদেরা ( জিত্তি), নারায়ণ শঙ্কর মুরালি, নিলয় গাঙ্গুলি, প্রবীন চাচরা ( নটি), শ্রীবর্ধন সরফ, সুনীল সোনকর, তাপস চ্যাটার্জী, উমং আগরওয়াল, গগনদীপ সিং সালুজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *