প্রশাসন ও স্বাস্থ্য দফতরের নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে উদ্বোধন করলেন তৃণমূল নেতা
বেঙ্গল মিরর, সালানপুর: প্রশাসন ও স্বাস্থ্য দফতরের নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে ফিতে কেঁটে কল্যানেশ্বরী অঞ্চলের দূর্গাপূজা মন্ডপের শুভ উদ্বোধন করলেন কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বুড়া খান। এইদিন সামাজিক দূরত্বর পাশাপাশি কোন ব্যক্তির মুখে মাস্ক দেখতে পাওয়া গেল না এই উদ্বোধনী অনুষ্ঠানে। এই বিষয়ে বুড়া খানকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু মন্তব্য করতে চাইনি।
এই দূর্গা পূজো প্রায় ৪০ বছর ধরে চলে আসছে। প্রতি বছর এই পূজোকে কেন্দ্র করে নানারকম সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে, করোনা মহামারীর জন্য সেইসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এই বিষয়ে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় জানান, সবাইকে এই মহামারীর মধ্যে থেকে প্রশাসনের নির্দেশিকা মানতে হবে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি। পুজো কমিটি জানান, রাজ্য সরকারের দেওয়া যে অনুদান পেয়েছি তার থেকে প্রায় ৩৭ হাজার টাকা ব্যায় করে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে বুড়া খান ছাড়াও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজা খান, পবন সেন সহ অনেকেই ছিলেন।