BARABANI-SALANPUR-CHITTARANJAN

CISF 13 টন কাঁচা কয়লা উদ্ধার করল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি ব্লকের Gourandi colliery আর ইটাপাড়া খোলামুখ খনির এই দুই জায়গার কাছ থেকে মোহনপুর সিআইএসএফ অভিযান চালিয়ে 13 মেট্রিক টন কাঁচা কয়লা উদ্ধার হলো সিআইএসএফ এর হেড কমান্ডার মিথলেশ কুমারের আদেশ অনুসারে অভিযান চলে অভিযানে মোহনপুর সিআইএসএফ ক্যাম্প ইনচার্জ প্রদীপ বালহারা জানান খবর পেয়ে ঘটনাস্থলে যখন যায় আমাদের গাড়ির আওয়াজ শুনে কয়লা চোরেরা ওই জায়গা থেকে চম্পট দেয় আমরা এ কয়লা গুলোকে ইসিএলের সালানপুর এরিয়ার go randi কোলিয়ারি তে রাখা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *