অভিযুক্ত বিজেপি সমর্থকের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
বেঙ্গল মিরর, দীপ রংজন ব্যানার্জি, বরাকর। আপার কুলটির টিএমসি সমর্থকের আত্মহত্যার মামলায় অভিযুক্ত এক বিজেপি সমর্থকের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে কুলটি ব্লক টিএমওয়াইসি। তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে দাবি । আত্মহত্যা মামলার মূল আসামি বিজেপি সমর্থক বাদল বাউরিকে শীঘ্রই গ্রেপ্তার করতে হবে।
ব্লক সভাপতি শুভাশিস মুখার্জি বলেন কুলটি থানার ইনচার্জকে পুলিশ ইউনিফর্ম পরা উচিত এবং সেই সাথে এলাকায় ঘোরাফেরা করা উচিত।কুলটিতে যদি আইন ব্যবস্থাটি অবনতি ঘটে, তবে তার দায় দায়িত্ব থাকবে কুলটি থানার ইনচার্জের। টিএমসি সমর্থক চন্দন শর্মা নিজেকে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছিলেন, যার ফলে চারজনের বিরুদ্ধে পুলিশ মামলা দায় করা হয়েছিল।পুলিশ তিন আসামীকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি, যার ফলে আজ থানা থানা ঘেরাও করা হয়েছে। কাউন্সিলর, প্রেমনাথ সাও, মহেশ্বর মুখোপাধ্যায়, যতীন গুপ্ত, বাবন এবং বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ টিএমসি নেতাকর্মী উপস্থিত ছিলেন।