BARABANI-SALANPUR-CHITTARANJAN

কল্যানেশ্বরীতে যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা:-

বেঙ্গল মিরর, মনোজ শর্মা,সালানপুর:-
২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের কল্যানেশ্বরী অঞ্চল কমিটি সংগঠনিক বৈঠক করে। দলকে শক্তিশালী করতে স্থানীয় যুব নেতা বিজয় সিং এর সংগে লেফট ব্যাংকের একটি পেক্ষাগৃহে আয়োজন করা হয় এই সাংগঠনিক বৈঠক।
প্রায় শতাধিক যুবকদের নিয়ে আলোচনা করা হয়েছে। কি ভাবে নির্বাচনে আরো যুবক দের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কাজকে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়ে অবগত করানো হবে উদ্দেশ্য এই কর্মীদের।
এই প্রসঙ্গে কল্যানেশ্বরী অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা বিজয় সিং জানান রাজ্যে তৃণমূল কংগ্রেসে প্রায় ১০ বছর শাসন কালে প্রচুর উন্নয়ন হয়েছে। যা রাজ্যের মানুষ ভাবতেও পারেনি।
বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ১০ বছরে প্রতিটি অঞ্চলে উন্নয়ন করেছেন। এই বার দলের লক্ষ হল নিজেদের মধ্যে সমস্ত রাগ দ্বন্দ্ব ভুলে যুব সমাজকে আগে রেখে সমস্ত বুথ থেকে বিধান উপাধ্যায়কে বিপুল ভোটে জয় করানো।
এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী বিমল গোরাই,পাপ্পু যাদব,সানোজ সিং,দীপক মল্লিক,অনুজ সিং,মন্টু ঠাকুর সহ আরো অনেকে।।

বৈঠকের পরে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *