পান্ডেশ্বরে আড়াই লাখ মানুষের আমাদের পরিবার : জিতেন্দ্র
বেঙ্গল মিরর, পান্ডেশ্বর : দীপাবলি ও কালীপুজোর আগে পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রা অঞ্চলে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শাড়ি বিতরন করা হল। এই অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বললেন পর ব্যক্তিরা কখনই তার নিজের হতে পারবেন না, যারা নিজের তারাই নিজের থাকবেন। পান্ডেশ্বরের আড়াই লাখ মানুষের একটি বিশাল পরিবার আছে, সবার সাথে কাজ করব। প্রত্যেক মহিলাকে শাড়ি দেওয়া হবে।




আমাদের কর্মীরা অনুদান সংগ্রহ করছেন এবং শাড়ি বিতরন করছেন। মায়ের কাছে প্রার্থনা করছি সবার মংগল করুক। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়ে যাব। এখানে হাজার হাজার মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। উল্লেখয়োগ্য় যে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী ছট অবধি পান্ডেশ্বরে 60 হাজার শাড়ি বিতরণের ঘোষণা করেছেন।