Bengali NewsNewsWest Bengal

রাজ্যে ১১ জন আইএএস আমলা রদবদল

by Souradipto sengupta

বেঙ্গল মিরর, কোলকাতা:
রাজ্য প্রশাসনিক মহলে রদবদল। ১১ জন আইএএস কর্মকর্তা বদলি হয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদেরও বদলি করা হয়েছে। প্রাক্তন বর্ধমান জেলা সচিব বিজয় কুমার ভারতী বীরভূমের জেলা শাসক হিসাবে নিযুক্ত হয়েছেন।

মৌমিতা গোদারা বীরভূম থেকে জলপাইগুড়ির ডিএম, শশাঙ্ক শেঠিকে দার্জিলিংয়ের ডিএম, সুমিত গুপ্তকে উত্তর চব্বিশ পরগনার ডিএম, বিভূ গোয়ালকে নদিয়ার ডিএম থেকে মেদিনীপুরের ডিএম পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জলপাইগুড়ির ডিএম অভিষেক কুমার তিওয়ারিকে উচ্চশিক্ষার যুগ্মসচিব, দার্জিলিংয়ের ডিএম, পন্নম্বলম এসকে ল্যান্ড ডিপার্টমেন্টের যুগ্ম সচিব করা হয়েছে।

উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে, বিবেক কুমারকে ভালুয়েশন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, ডাঃ এস সুবাইয়াকে মেদিনীপুর ডিভিশনের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব এবং ডাব্লুবিএসসি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দনা যাদবকে পিই ও আইআর বিভাগের সচিব এবং
ডাব্লুবিআইডিসির এমডি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথা সরকারকে প্রেসিডেন্সি বিভাগের কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।

Leave a Reply