সরকারি মূল্য ২৫ টাকা দরে দেওয়া হল আলু
রূপনারায়নপুর বাজারে সুফল বাংলা স্টলে
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জঃ :- আজকে রানীগঞ্জ বোরো 2 এ পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা প্রকল্পের তিন কেজি আলু 25 টাকা দরে পরিবার পিছু রানীগঞ্জ বোরো এলাকার মানুষকে দেওয়া শুরু হলো
বাজারে যেভাবে আলুর দাম প্রতি কেজি আলুর দাম ৪০ টাকার বেশি,সেখানে রাজ্য সরকারের উদ্যোগে এবার রানীগঞ্জে শুরু হল ২৫ টাকা কেজি ধরে উন্নত মানের জ্যোতি আলু।
প্রতি ব্যাক্তিকে তিন কেজি করে এই আলু দেওয়া হবে। রানীগঞ্জ এই ২৫ টাকা কেজি দরে আলু নিতে ভীড়
জমায় স্থানীয় বহু মানুষজন। রানীগঞ্জ অঞ্চলে সরকারি উদ্যোগে সুফল বাংলা স্টলে প্রথম দিনে প্রায় আড়াইশাে জন মানুষ আলু সংগ্ৰহ করেন।
এই সম্পর্কে পুরনিগম প্রশাসক পূর্নশশি রায় জানান বিভিন্ন রাজ্য জুড়ে যেভাবে জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া,শাক সবজি সহ আলু,পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ প্রচুর সমস্যায় ভুগছে।