বিধানসভা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের সংগঠনিক সভা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ নভেম্বরঃ সংগঠনকে শক্তিশালী করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্য। তারই রুপরেখা করতে রবিবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আসানসোলের বার্নপুরের মোনালিসা হলে একটি সভা হয়। আসানসোল মহকুমা কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে এদিনের এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যকারী সভাপতি হরজিৎ সিং, জেলা পর্যবেক্ষক অভিজিৎ ভট্টাচার্য ও জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে জেলা সভাপতি বলেন, সংগঠনকে আরো মজবুত করা ও আগামী বিধানসভা নির্বাচনের রুপরেখা নিয়ে এদিনের সভায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।



